বরিশালে বিএনপির অফিসে আগুন

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি অফিস আগুন দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার  রতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অফিসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আশেপাশের লোকজন টের পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও পুরো অফিস এবং ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। 

ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফলের নামে এই আগুন দেয়া হয়েছে। 

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

/নিজস্ব প্রতিবেদক

Leave A Reply

যোগাযোগের ঠিকানা:
সম্পাদক ও প্রকাশক
মোহা. আশফাকুর রহমান
৪১/বি দিলুরোড, নিউ স্কাটন, ঢাকা

মোবাইল নম্বর- ০১৮২২ ৮১ ৮২ ৮৪
ইমেইল– bangobanee@gmail.com

© 2025 All Rights Received By বঙ্গবাণী | Developed by eBitans.
Exit mobile version