news paper

পতাকা বৈঠকের পর আটককৃত বিএসএফ সদস্যকে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে মদ্যপ অবস্থায় অবৈধ অনুপ্রবেশ করে ছাগল ধাওয়া করার সময় অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে সোপর্দ করা হয়। আটক বিএসএফ সদস্য হলো শ্রী গণেশ মূর্তি (৪৩)। তিনি ভারতের নুরপুর ক্যাম্পে অবস্থানরত ৭১তম ব্যাটালিয়নের একজন সিনিয়র কনস্টেবল। বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া সীমান্ত  এলাকা দিয়ে একটি ইনসাস রাইফেল ও গুলিভর্তি ম্যাগাজিনসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেন। স্থানীয়দের সহযোগিতায় বিজিবির জহুরপুর বিওপির টহল দল তাকে অস্ত্রসহ আটক করে হেফাজতে নেয়। পরে সকাল ১১টা ৩০ মিনিটে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

/চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *