চাঁপাইনবাবগঞ্জে বস্তা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পাগলা নদী থেকে গলায় ইট ও বালির বস্তা বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬মে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে পাগলা নদীর তত্তীপর ঘাটে স্থানীয় সনাতন হিন্দুধর্মের লোকজন গোসল করতে গিয়ে ভাসবান লাশ দেখতে পেয়ে শিবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ বেলা সাড়ে নয়টার দিকে ঘটনা স্থলে উপস্থিত হয়ে নদী থেকে লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।লাশের গলায় ইটও বালুর বস্তা বাঁধা ছিল।ধরনা করা হচ্ছে য়েকয়েক দিন কেউ হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে।।অভিযোগ পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
/নিজস্ব প্রতিবেদক