রাজশাহী জেলার পবা উপজেলায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। শনিবার (১৭ মে) পারিলা ইউনিয়নের উজিরপুকুর এলাকায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউপি চেয়ারম্যান মো. সাঈদ আলী ও মেম্বার মো. আবুল কাশেম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন অবস্থা সরেজমিনে পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান পবায় আসেন। এসময় তিনি পারিলা ইউনিয়নের উজিরপুকুর এলাকার দুইটি ডব্লিউবিএম রাস্তা পরিদর্শন করেন।
/নিজস্ব প্রতিনিধি