news paper

কারিগরি শিক্ষার্থীরা নতুন দেশ গড়ার সম্মুখ কারিগর

কারিগরি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ে তোলার সামনের সারির কারিগর, মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন: বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, কারিগরি শিক্ষার্থীরাই কলকারখানা থেকে শুরু করে অন্যান্য সমস্ত জায়গায় তাদের শ্রম, তাদের যোগ্যতা দিয়ে কাজ করবে। আমি যতোই ম্যানেজমেন্ট শিখি, এগুলো গুরুত্বপূর্ণ, আমি দ্বিমত করবো না, সেগুলোর প্রয়োজন রয়েছে। কিন্তু যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন। তাদেরকে যদি আমরা দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে পারি তাহলে ম্যাসিভ উল্লম্ফন ঘটবে আমাদের উন্নয়নের ক্ষেত্রে।

ড. সি আর আবরার বলেন, কারিগরি শিক্ষার যে প্রয়োজন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চেয়ে কেউ মনে বেশি ধারণ করেন না। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন ওনি (প্রধান উপদেষ্টা) আমাকে কারিগরি শিক্ষার দিকটায় বিশেষ নজর রাখার কথা বলেছেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) মিজ নাসরিন আফরোজ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম প্রমুখ।

/নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *