পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহার নির্দেশিকা-২০২২’ সংস্কার করে ‘বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা- ২০২৫’ প্রণয়ন করা হয়েছে।
পুলিশ সদস্যরা অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া, স্পর্শকাতর ও গোপনীয় তথ্য প্রচার ও পাচার এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তাদের লাগাম টানতে সম্প্রতি এ নির্দেশিকা জারি করা হয়েছে।
ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহারে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা এবং ব যথাযথ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে এই নির্দেশিকা জারি করা হয়।
/নিউজ ডেস্ক