news paper

গোপালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার রাতে চীন থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। পরদিন শুক্রবার সকালে তাকে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ‘গোপালগঞ্জের ঘোনাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় কামরুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হয়। বিকেলে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবির হোসেনের আদালতে হাজির করা হবে।’

এদিকে কামরুজ্জামানের ভাই রুবেল ভূঁইয়া দাবি করেন, তার ভাই নির্দোষ। তিনি বলেন, ‘আমার ভাই সাউথ বাংলা কম্পিউটার্সের মালিক। ব্যবসায়িক প্রয়োজনে গত ৩০ এপ্রিল চীন যান। প্রায় দুই মাস পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তখনই তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়।’

রুবেল ভূঁইয়ার ভাষ্য, ‘ঘটনার সঙ্গে আমার ভাইয়ের কোনো সম্পৃক্ততা নেই। মামলার এজাহারেও তার নাম নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে—এজাহারে নাম না থাকলে কাউকে গ্রেপ্তার করা যাবে না। তা সত্ত্বেও তাঁকে কেন আটক করা হলো, তা বুঝে উঠতে পারছি না। তিনি এতদিন দেশে ছিলেন, নিয়মিত অফিসও করেছেন। তাহলে ১০ মাস পর হঠাৎ করে গ্রেপ্তারের কারণ কী?’

/অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *