রাজশাহী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
“রাজশাহী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল” প্রতিষ্ঠার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর উপশহর এলাকায় অবস্থিত “ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) এর সেমিনার হলে এ সভার আয়োজন করা হয়।
১২ই জুন, বৃহস্পতিবার সকালে “আমরা ক’জন” এর ব্যানারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আবুল হোসেন। এই মতবিনিময় সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
‘”রাজশাহী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল” (আর.ইউ.এম.সি.এইচ) এর উদ্দোক্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক প্রকৌশলী মো. আমিনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এর ভিসি প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. কাজি মহিউদ্দিন, বাংলাদেশ আই হসপিটাল এর কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. জিয়াউল আহসান মুক্তা, আইইবি রাজশাহীর চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিসুর রহমান। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী শহরের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময়কালে বক্তারা বলেন, রাজশাহী শহরে এখনও উইমেন্স মেডিকেল কলেজ নেই। বিশ্বায়নের এই সময়ে এমন উদ্যোগ নিশ্চয়ই প্রশংসনীয় ও উপযোগী। তারা আশা প্রকাশ করেন, এই উইমেন্স মেডিকেল কলেজটি যেনো উপযুক্ত সেবা ও উন্নত শিক্ষার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারে। একটি মানসম্মত মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে শীঘ্রই প্রতিষ্ঠিত হয়।
/নিজস্ব প্রতিনিধি, রাজশাহী।