news paper

রাজশাহীর পবায় ভিজিএফ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীর পবায় ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীর পবায উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় পবা উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ১৪ হাজার ৬৬৩  কার্ডধারী পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়।

রোববার (১ জুন) সকালে নওহাটা পৌরসভার গোডাউন চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, ২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলায় ১৪ হাজার ৬৬৩ নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান,“বিতরণ কার্যক্রমে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি। সবাই শান্তিপূর্ণভাবে চাল গ্রহণ করছেন।”

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দরিদ্রদের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

/নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *