news paper

পবায় উদ্বোধন হলো ‘ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

রাজশাহীর পবায় উদ্বোধন হলো ‘ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

বাংলাদেশে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। তাই আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে
রাজশাহীর পবা উপজেলায় ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর) কর্মসূচির আওতায় কম্পিউটার প্রশিক্ষণের এই যুগোপযোগী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে এ কেন্দ্রটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এসময় বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুগে কম্পিউটার জ্ঞান ছাড়া বাস্তবে জীবনধারণ খুব কঠিন। বর্তমান সরকার সব সেক্টরে এখন ডিজিটাল করেছেন সেই জন্য কম্পিউটার জ্ঞান অর্জন অত্যন্ত প্রয়োজন। এজন্যই যুব সমাজকে স্মার্ট ও দক্ষ আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ও উদ্যোগের পরিকল্পনাকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: আবু বাশির জানান, দেশের উন্নয়নে দক্ষ জনশক্তিই প্রাণ। তাই কারিগরি শিক্ষাকে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছানোর লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে ডেটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, গ্রাফিক ডিজাইন, কম্পিউটার প্রোগ্রামিংয়ের মতো নানা ধরনের প্রশিক্ষণ একসাথে ২০ জন অংশগ্রহণ করতে পারবে।

উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা।

/নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *