শিক্ষকদের ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষকগণ।
সোমবার (২০ মে) দুপুরে শহরের সেন্টু মার্কেট এলাকায় জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান। বক্তব্য দেন সহ-সভাপতি মো. তরিকুল আলম সিদ্দিকী, মো. শরিফুল আলম, মো. আ. হামিদ, সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার, মো. মোত্তালেব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত। জাতীয় উন্নয়নের অন্যতম স্তম্ভ হিসেবে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুবিধা নিশ্চিত করা জরুরি। তাঁরা আরও বলেন, সরকার যদি দ্রুত দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তাহলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, অবসরকালীন ভাতা দ্রুত প্রদান এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ।
/নিজস্ব প্রতিবেদক