news paper

শিবগঞ্জে এনজিওর মিথ্যা মামলার প্রতিবাদে মানবন্ধন

শিবগঞ্জে এনজিওর মিথ্যা মামলার প্রতিবাদে মানবন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বসুন্ধরা এনজিওর মালিকের সাজানো মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আসামী ও গ্রাহকদের পরিবার।

সোমবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এই সংবাদ সম্মেলন ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার আসামী শাহবাজপুর ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য গাজলুর রহমান বলেন, গত ৮ মে বসুন্ধরা এনজিও মালিক আবু তাহের কে গ্রাহকদের টাকা ফেরত না দেয়ায়  তারা তাকে  আটক করে আটকে রাখে। সংবাদ পেয়ে ইউপি সদস্য হিসাবে শান্তি কামনায় উপস্থিত হয়ে ৪নং ওয়ার্ড সদস্য তোজাম্মেল হক ও ইউপি চেয়ারম্যান, বিট পুলিশের অফিসার এস আই পিয়ারুল ইসলামকে জানাই। তারপর আমার আত্মীয়ের মৃত্যু ঘটে এবং জানাজার  পড়তে চলে যাই।  বিকেল পাঁচটায় আবারো আমি সেখানে গিয়ে পুলিশ অফিসার, স্থানীয় লোকজন, দুইজন ইউপি সদস্য ও এনজিও মালিক আবু তাদের সহ সকলে মিলে সিন্ধান্ত নিই যে গ্রাম্য সালিশের মাধ্যমে আলোচনা করে সমাধান করার দিন ধার্য করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আবু তাহের লোক সেই চুক্তি ভঙ্গ করে আমি, এনজিও গ্রাহক শামীম, বতৌহিদ, জাহাঙ্গীর অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামী করে শিবগঞ্জ থানায় এজাহার করেছে। এজাহারের পর আমি সহ এনজিও গ্রাহকগণ চরম হয়রানীর শিকার হচ্ছি। যা একজন ইউপি সদস্যের জন্য মর্যদা হানিকর।প্রকৃতপক্ষে আমি ঘটনার সাথে জড়িত নই।

বসুন্ধরা এনজিও মালিক আবু তাহের বলেন, গত ৮ মে ঘটে যাওয়া ঘটনাটি সত্য। গাজলুর রহমানের নেতৃত্বে আমাকে মারধর করেছে। তাই আমি মামলা করেছি। এব্যাপারে এসআই পিয়ারুল ইসলাম জানান, আমি গাজলুর রহমানকে কোন ধরনের হয়রানি করিনি। মামলার জন্য এজাহার দেয়া হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

/নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *