news paper

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা ম্মলায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। তবে এ ঘটনায় বাকি তিন আসামি খালাস পেয়েছেন।

মামলার খালাস পাওয়া তিন আসামি হলেন, সজীব শেখ, রাতুল শেখ, তাদের মা জাহেদা বেগম এবং মৃত্য দন্ড প্রাপ্ত হলেন হিটু শেখ।

উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে যায় শ্রীপুর উপজেলার আট বয়সী শিশুটি। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

সবশেষ চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমের নামে মামলা করেন। পরে ওই চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

//নিজস্ব প্রতিনিধি/নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *