news paper

আম চাষে বিনামূল্যে জমি দিবে আলজেরিয়া

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ টেকনোলজি কেন্দ্রও গড়ে তুলতে চায় আলজেরিয়া।

এছাড়াও বাংলাদেশ থেকে আম ও আমজাত পণ্য আমদানি এবং সেদেশে আম চাষ ও প্রক্রিয়াজাত করণের জন্য বিনামূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধা দিবে বাংলাদেশকে।

২৭ জুন শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম (বিএবিএফ) যৌথভাবে আয়োজিত এক কনফারেন্সে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি এই তথ্য জানান।

আলজেরিয়ার সাথে কৃষি-বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণ শীর্ষক এই কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এসম উপস্থিত ছিলেন বিএবিএফ এর সভাপতি মো. নূরুল মোস্তফা ও সম্পাদক আলী হায়দার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা সহ অন্যান্যরা।

ঐদিন সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলায় আহসান হাবিব এর আমবাগান পরিদর্শন করেন আলজেরিয়া রাষ্ট্রদূত। পরিদর্শন শেষে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম বাগান পরিদর্শনে এসে ভালো লাগলো। আমরা এখানকার আম ক্রয় করতে চাই। এছাড়াও চাষীদের আম রক্ষায় কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে এ জেলায়। ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *