শিবগঞ্জে ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল ল্যাপটপ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এতে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, রফিকুল ইসলামসহ অন্যরা। এছাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা এ সময় উপস্থিত ছিলেন।
/নিজস্ব প্রতিবেদক